পৌরাণিক যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত সমাজের প্রতিটি ঘটনায়, উত্থান-পতনে নারী চরিত্রের অবদান অনস্বীকার্য। কখনো সে চরিত্র প্রেরণাদায়িনী , সাহসিনী, বুদ্ধিমতী , কখনো উপেক্ষিতা, কখনো বা খল, স্বার্থপর, অবিবেচক। যুগে যুগে সমাজের গঠন-ভাঙ্গন – উভয় ক্ষেত্রেই ইতিহাস সাক্ষ্য দেয় নারীশক্তির কার্যকারিতার। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে, ধুলোবালির বিশেষ অনুষ্ঠান -পৌরাণিক দর্পনে বর্তমান নারী সমাজের চিত্রপট – পুরাণে নারী। আলাপচারিতায় আপনাদের সঙ্গে অম্বিত ও অনন্যা।