“আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই”- মাতৃভাষার স্নেহে আমরা লালিত হই, তাই সালাম – বরকত – রফিক – জব্বার আরো হাজার শত ভাইয়ের রক্তে ভেজা ২১শে ফেব্রুয়ারী আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – এ লড়াই আমার-আপনার-সবার। “ফেব্রুয়ারির একুশ তারিখ,আমায় নেবে সঙ্গে,বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে” – সেই দিবসের স্মরণে ধুলোবালির বিশেষ অনুষ্ঠান – “একুশ এখন সবার”, সঙ্গে অনন্যা।