যতদিন বাঁচবো সুস্থভাবে বাঁচবো। জীবনের অন্যতম মূল লক্ষ্য তো এটাই। আর তার জন্যই পৈটিক সুস্থতা সর্বাগ্রে প্রয়োজন। কথায় আছে , পেট শান্তি তো সব শান্তি। তবু সমস্যা তো থাকেই, সেই সমস্যার সমাধানেই ধুলোবালি LifeLine। অনুষ্ঠান – Gut is our second brain। অতিথি – স্বনামধন্য চিকিৎসক, Dr. Sourav Choudhury।