Site icon Dhulobali – Videos

মা

https://videos.dhulobali.net/wp-content/uploads/1716/84/Maa.mp4

যে করেছে শাসন,সেই চোখের জল মুছে টেনে নিয়েছে বুকে। যার সাহসের জেরে দেশ জয়ে বীরত্ব দেখায় ছেলে,যে সমস্ত পরিবারের বিরুদ্ধে লড়ে গিয়ে মেয়ের হাতে তুলে দেয় হাতা খুন্তির বদলে বই।সেই মা… না বলা কথা যেখানে চোখ দেখলেই পড়ে ফেলতে পারে সেই মা, নিঃশব্দে, নিঃস্বার্থে যে শেখায় ভালোবাসার অর্থ, যাকে জড়িয়ে নিলে সমস্ত কষ্ট,দূরাশার কালো ছায়া আর ছুঁতে পারে না সেই মা। যার অসুস্থতায় মাটি সরে যায় পৃথিবীর,যার হাসিতে খিলখিলিয়ে হেসে ওঠে সমস্ত পৃথিবী।সেই আমাদের মা।

Exit mobile version