বর্তমানে ”Women Empowerment” এর সময় দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক ”Men’s Day” ?
কেমন আছে সমাজের বুকে পুরুষরা ?
তারা কি সত্যিই সম্পূর্ণ নিরাপদ ?
”পুরুষ-নির্যাতন” সম্পর্কে আমরা কতটা জানি ?
‘International Men’s Day’ উপলক্ষে আমাদের বিশেষ অতিথি প্রখ্যাত সমাজকর্মী এবং পুরুষ-অধিকার নিয়ে লড়াই করা একজন বীর যোদ্ধা শ্রীমতি নন্দিনী ভট্টাচার্য থাকছেন আমাদের ধুলোবালি লাইভ ‘টিউন-ইন’ এ এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ।